
ছবি সংগৃহীত
কমিটির দাবিতে রাজধানীর সাইন্স ল্যাবরেটরি ঢাকা মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, রোববার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়কে নিউমার্কেটের ৩নং গেটের সামনে অবরোধ করে রাখেন তারা। পরে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফিরোজ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা সবাই মিলে কমিটির জন্য জয় ভাইকে অনুরোধ জানিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি। এখনও যদি কমিটি না হয় তাহলে কেমনে হবে। আমরা দাবি করেছি পাঁচ তারিখের মধ্যে কমিটি দিতে। ৬ ডিসেম্বর তো সম্মেলন হবে। সময় তো শেষ। এর মধ্যে কমিটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।