
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ‘বিইউপি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ শিরোনামে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ওই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে।
গত শুক্র (২১ অক্টোবর) ও শনিবার (২২ অক্টোবর) বিইউপি ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইইউবি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ব্র্যাক ইউনিভার্সিটি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সঙ্গে প্রতিযোগিতা করে জয়ের মুখ দেখেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ওয়াসি চৌধুরী ও আহমদ তৌসিফ জামির দল।
বিইউপির এ আয়োজনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৮টি দল।
এইচ এস কে