ছবি সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, খালেদা জিয়া গত রাত থেকে “খুব ক্রিটিক্যাল কন্ডিশনে” আছেন। সোমবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গভীর সংকটের মধ্যে আছেন এবং এখনো কথা বলার মতো অবস্থায় ফিরতে পারেননি।
আজম খান জানান, চিকিৎসকেরা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ ও এখন চীনের চিকিৎসকরা মিলেই চিকিৎসা দিচ্ছেন। তাঁর ভাষায়, “আপনারা যাকে ভেন্টিলেশন বলতে পারেন, সেই রকমই খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন।” তিনি জাতির কাছে দোয়া কামনা করেন।
চার দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।































