ছবিঃসংগৃহীত
ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবার কমিয়ে দিয়েছে। বকেয়া বিল না পাওয়ায় শুক্রবার রাত থেকে আগের চেয়ে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পূর্ব ভারতের ঝাড়খন্ড রাজ্যের ১৬০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা প্লান্ট থেকে ঢাকায় আগস্টের শুরুতে সরবরাহ ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট থেকে কমিয়ে ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াটে নামিয়ে আনে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সরবরাহ আরও কমিয়ে প্রায় ৫২০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের কাছে আদানির এখনো ৮০ কোটি ডলার বা ১০ হাজার কোটি টাকা। গত সপ্তাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি তাদের এক কোটি ডলার পরিশোধ করে। এরপরও ঝাড়খন্ডে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে আদানির কর্মকর্তারা পিডিবিকে জানিয়েছে।
বিপিডিবি জানিয়েছে, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে সমাধান করা হলেও আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।
রয়টার্স প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ আদানির জন্য ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খুলেছে এবং অর্থ পরিশোধ ত্বরান্বিত করেছে। আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ হ্রাস এবং ঢাকার পেমেন্টের বিশদ সম্পর্কে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।































