মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১৬ এপ্রিল ২০২৪

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

ছবি: ইন্টারনেট

আগামী ৮ইমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপের উপজেলা ভোটে মনোনয়ন দাখিল করেছেন হাজার ৮৯১ জন প্রার্থী।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল। এই ধাপে ১৫০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্তি সচিব অশোক কুমার দেবনাথ তথ্য নিশ্চিত করেছেন।

এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, অনলাইনে সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ই এপ্রিল পর্যন্ত।

এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০শে এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২শে এপ্রিল।

সবশেষে ২৩শে এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়