
ছবি সংগৃহীত
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর ও এয়ারপোর্ট রেলস্টেশন এবং বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভীড়। পথে কোন ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছেন তারা।
এবার ঈদের পর পহেলা বৈশাখ থাকায় ছুটিও ছিলো একটু বেশি। তবে পাঁচ দিন ছুটির পর সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোও খুলেছে। -- কাজের জন্য রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে শেকড়ে যাওয়া মানুষজন।
সোমবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় রাজধানীতে ফেরা মানুষের চিত্র। পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে মানুষের ঢাকায় ফেরার স্রোত কম ছিলো কিছুটা। তবে দুর্ভোগ এবং ভোগান্তি ছাড়া রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
ঈদের আগেই ফিরতি যাত্রার আগাম টিকিট অনলাইনে বিক্রি করেছিলো রেলওয়ে কর্তৃপক্ষ। শিডিউল অনুযায়ীই ঢাকায় এসেছে ট্রেনগুলো। যাত্রাপথে কোন রকম কষ্ট হয়নি বলে জানিয়েছেন ঢাকায় ফেরা রেল যাত্রীরা।
লঞ্চ ও ট্রেনের মতো সড়ক পথেও কোন সমস্যায় পড়েননি যাত্রীরা। পথে কোন যানজটও ছিলনা বলে জানান তারা।
অনেকেই ঈদে বাড়তি ছুটি নিয়েছেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আগামী সপ্তাহে। তাই চিরচেনা রাজধানীর স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে আরো কয়েকদিন লাগবে বলে ধারণা করা হচ্ছে।