বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সম্মেলনকে ঘিরে চাঙা ছাত্রলীগ: নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

নীলপদ্ম রায় প্রান্ত

প্রকাশিত: ১৩:০৬, ২৯ নভেম্বর ২০২২

সম্মেলনকে ঘিরে চাঙা ছাত্রলীগ: নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৬ই ডিসেম্বর। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস, ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বহু আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীনতম ছাত্রসংগঠন ছাত্রলীগের ৩০তম সম্মেলনকে কেন্দ্র করে যেন ঘুম নেই পদপ্রত্যাশী ছাত্রনেতাদের চোখে। সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই আওয়ামীলীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ও পদপ্রত্যাশীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সভাপতি-সাধারণ সম্পাদকের শীর্ষ পদসহ গুরুত্বপূর্ণ পদ পেতে নানা রকম লবিং-তদবির চলছে বিভিন্ন মহলে।

আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা ভালো, রয়েছে ক্লিন ইমেজ এবং যাদের পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির কোনও সংশ্লিষ্টতা নেই, তারাই আগামীর নেতৃত্বে আসবে। এছাড়াও যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং মানবিক কাজে করে আলোচনায় আসতে পেরেছেন, এমন ছাত্রনেতারাও এগিয়ে থাকবেন।

সিলেট বিভাগ থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয়  ছাত্রলীগের  বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমান , কেন্দ্রীয়  ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক নুরুল আফসার।

চট্টগ্রাম বিভাগ থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয়  ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, সহসভাপতি ইফতেহার সজিব, কেন্দ্রীয় কমিটির উপ-নাট্য বিষয়ক সম্পাদক তারেক আজিজ, উপ-সমাজসেবা সম্পাদক তানবীর হাসান সৈকত।

ময়মনসিংহ থেকে আলোচনায় আছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আল আমিন শেখ।

বৃহত্তর ফরিদপুর থেকে আলোচনায় আছেন সহ-সভাপতি শেখ সাগর আহমেদ, কর্মসংস্থান সম্পাদক রনি মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত।

বরিশাল বিভাগ থেকে আলোচনায় আছেন সহ-সভাপতি ইয়াজ আল-রিয়াদ, সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান), ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক খাদিমুল বাশার জয়।

খুলনা বিভাগ থেকে রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, উপ-বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবিব আহসান।

উত্তরবঙ্গ থেকে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হাসানুর রহমান হাসু, উপ-দপ্তর সম্পাদক খান মুহাম্মদ শিমুল।

এছাড়াও আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামিউস সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়