শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাফজয়ীদের প্রাইজমানি-ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:১৯, ২২ সেপ্টেম্বর ২০২২

সাফজয়ীদের প্রাইজমানি-ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

কার্যালয় সূত্রে জানা যায়, যেসব খেলোয়াড়ের ঘর প্রয়োজন তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া অন্য খেলোয়াড়দের অবস্থা খোঁজ নেয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার সাফজয়ী দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী টুর্নামেন্টে জয়ী হয় বাংলাদেশ। টুর্নামেন্ট জয়ের পর বুধবার দেশে ফিরেছে নারী ফুটবল দল। এসময় তাদের স্বাগত জানায় দেশবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়