শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বৃহস্পতিবার থেকে ফেরি-জাহাজের বাড়তি ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ১৭ আগস্ট ২০২২

বৃহস্পতিবার থেকে ফেরি-জাহাজের বাড়তি ভাড়া কার্যকর

ফাইল ফটো

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এবার ফেরিতে ২০ জাহাজের ভাড়া ৩০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।  বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া।

মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, বিআইডব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান।

তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফেরি এবং আমাদের জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ জুন থেকে ফেরির যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছিল বিআইডব্লিউটিসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়