শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীতে পেট্রোল পাম্প বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ৬ আগস্ট ২০২২

আপডেট: ১৫:৩৮, ৬ আগস্ট ২০২২

রাজধানীতে পেট্রোল পাম্প বন্ধ

ছবি সংগৃহীত

হুট করেই দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ দাম বেড়ে যাওয়ায় শনিবার (৬ আগস্ট) সকাল থেকে ঢাকার সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে।এই শঙ্কটকালে প্রায় ৭০ শতাংশ কম গণপরিবহন রাজধানীর সড়কে চলছে বলে জানিয়েছেন যাত্রী এবং চালকেরা।

শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের যুক্তিতে দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সরকার।

বিজ্ঞপ্তি অনুসারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। এছাড়া অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। ঘোষণা অনুসারে শুক্রবার রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেছেন, পাম্পগুলোতে থাকা জ্বালানি তেলের ডিসপেনসার মেশিনগুলোতে নতুন মূল্য বসানোর জন্য সময় নেয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের মেশিনগুলোতে পুরনো দাম রয়েছে, সেখানে নতুন মূল্য বসাতে মেশিন রিসেট করতে হচ্ছে, এজন্য এ সময় নিচ্ছি আমরা। সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়