বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ৩১ মে ২০২২

আপডেট: ১৭:১৪, ৩১ মে ২০২২

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ছবি সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শহিদুল ইসলাম মন্ডল (৪৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তিনি প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ শাখা-১ এ কর্মরত  ছিলেন। এর আগে তিনি হাইওয়ে পুলিশ গাজীপুরে ছিলেন। শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চুমিয়া সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

ডিএমপির রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, সোমবার রাত ১২টার দিকে কাকরাইল মোড় মসজিদের সামনে শাহ সিমেন্টের একটি কার্ভাডভ্যান শহিদুল ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ দুর্ঘটনার পর শাহ সিমেন্টের কার্ভাডভ্যানটি পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে আছে।

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়