ছবি সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠানটির উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী পদের পরীক্ষা আগামী ৪ নভেম্বর রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানায়নি বিআইডব্লিউটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী পদের আগামী ৪ নভেম্বর, ২০২২ তারিখ বেলা ১১টায় শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রার্থীদের যথাসময়ে অবহিত করা হবে।’