সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২০ আগস্ট ২০২৩

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ছবি: ইন্টারনেট

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৮৪১ জন। রোববার (২০ আগস্ট) বিপিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৯৮৪১ জন উর্ত্তীণ হয়েছেন।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি।

এর আগে গত বছরের জুলাইয়ে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এরও আগে ২০২১ সালের ২৯ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে নেয়া হবে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ সমবায়ে ১৯ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়