
ছবি সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার সেভেরো-কুরিলস্ক বন্দরে তিনটি সুনামি ঢেউ আঘাত হানে। শেষ ঢেউটি বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নেয়—বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রুশ বার্তা সংস্থা টিএএসএস জানায়, তৃতীয় ঢেউটি ছিল ‘অত্যন্ত শক্তিশালী’। এতে শহরের কিছু অংশ প্লাবিত হয় এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য কাছের একটি পাহাড়ে জড়ো হন।
এ অঞ্চলে প্রায় দুই হাজার মানুষের বসবাস। ভূমিকম্পে পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কিতে একটি কিন্ডারগার্টেন ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।