রোববার ২৭ জুলাই ২০২৫, শ্রাবণ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গোপালগঞ্জে সংঘাত নিয়ে ১১ নাগরিকের উদ্বেগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সংঘাত নিয়ে ১১ নাগরিকের উদ্বেগ

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষ, গুলিবর্ষণ গণগ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ১১ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, এই সহিংসতা প্রাণহানির ঘটনা গভীরভাবে উদ্বেগজনক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।

শনিবার এক বিবৃতিতে তাঁরা বলেন, ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়ায়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী গুলি চালায়, যাতে অন্তত পাঁচজন নিহত হন। তাঁদের মতে, ইমনের মৃত্যুর সময় সেনাসদস্যদের আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে জানানো হয়, ঘটনায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জন শিশু। তাদের অনেকের বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে, যা গণতান্ত্রিক অধিকার পরিপন্থী।

সরকার যে তদন্ত কমিশন গঠন করেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। কারণ, ওই কমিশনে অভিযুক্ত পক্ষগুলোর প্রতিনিধি রয়েছেন। বিবৃতিতে কমিশন পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ঢালাও গ্রেপ্তার বন্ধ, অতিরিক্ত বলপ্রয়োগের তদন্ত এবং মানবাধিকার সম্মত আইন প্রয়োগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন আলোকচিত্রী শহীদুল আলম, সাংবাদিক তাসনিম খলিল, লেখক শিক্ষকসহ ১১ জন বিশিষ্ট নাগরিক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়