শনিবার ২৬ জুলাই ২০২৫, শ্রাবণ ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ২৪ জুলাই ২০২৫

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

ছবি সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্র জানায়, খায়রুল হকের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। এসবের যেকোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন। পরে তিনি আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পান।

আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নানা সুবিধা পান এবং বেশ কয়েকটি বিতর্কিত রায় সিদ্ধান্তের জন্য সমালোচিত হন। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকৃতি, এবং উচ্চ আদালতের ক্ষমতা সীমিত করার মতো পদক্ষেপ।

গত বছরের আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আর দেখা দেননি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়