সোমবার ২১ জুলাই ২০২৫, শ্রাবণ ৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২১ জুলাই ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত সূচি অনুযায়ী, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই এবং চলবে আগস্ট পর্যন্ত। পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

পিএসসি জানিয়েছে, আট বিভাগে ১৮টি কেন্দ্রে আবশ্যিক এবং ১০টি কেন্দ্রে পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২১ হাজার ৩৯৭ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হলেও সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

পরীক্ষা হলে বই, ঘড়ি, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, গহনা, ব্রেসলেট ইত্যাদি আনা নিষিদ্ধ।

মেটাল ডিটেক্টর তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করতে হবে।

কান খোলা রাখতে হবে; হিয়ারিং এইড ব্যবহারে কমিশনের অনুমোদন লাগবে।

নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে প্রার্থিতা বাতিল ভবিষ্যতের পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা, এমনকি কারাদণ্ডও হতে পারে।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন লাখ ৫৪ হাজার ৫৬১ জন, যার মধ্যে দ্বিতীয়বার ফল প্রকাশে মোট ২১ হাজার ৩৯৭ জন উত্তীর্ণ হন। পূর্বে স্থগিত হওয়া পরীক্ষাটি পুনরায় এই জুলাইয়ে শুরু হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়