
ছবি সংগৃহীত
আগামী আগস্ট থেকে ছয় মাস মেয়াদি খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
চাল বিতরণ আগস্ট-নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে চলবে। ডিসেম্বর-জানুয়ারি বন্ধ থাকবে কর্মসূচি।
খাদ্য উপদেষ্টা জানান, বন্যা ও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চার লাখ টন চাল আমদানি করবে সরকার। পাশাপাশি বেসরকারিভাবে আরও পাঁচ লাখ টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হবে।