মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, আষাঢ় ৩১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকায় ১১১ কোটি টাকায় নির্মিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১৫ জুলাই ২০২৫

ঢাকায় ১১১ কোটি টাকায় নির্মিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

ছবি সংগৃহীত

ঢাকায়জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরনির্মাণ সংস্কারের জন্য মোট ১১১ কোটি ১৯ লাখ টাকার দুটি প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়।

২০২৪ সালের ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে এই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত হয়। জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের নানা স্মারক, শহিদদের স্মৃতি এবং বিগত ১৬ বছরের নিপীড়নের নথি চিত্র সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

দুটি প্রকল্পের বিবরণ:

ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অংশে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স শুভ্রা ট্রেডার্স।

সিভিল নির্মাণ সংস্কার অংশে ব্যয় হবে ৭০ কোটি ৩৬ লাখ টাকা, যার দায়িত্ব পাচ্ছে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

সময়ের সীমাবদ্ধতা থাকায় উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় না গিয়েরাষ্ট্রীয় জরুরি প্রয়োজনউল্লেখ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিপিএ ২০০৬-এর ধারা ৬৮ এবং পিপিআর ২০০৮-এর বিধি ৭৬() অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়েছে।

জাদুঘরটির কাজ দ্রুত সম্পন্ন করে ২০২৫ সালের আগস্ট উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়