বুধবার ১৬ জুলাই ২০২৫, শ্রাবণ ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা নেই সরকারের: প্রেস উইং

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ১৫ জুলাই ২০২৫

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা নেই সরকারের: প্রেস উইং

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসকেজাতীয় সংস্কারকঘোষণার কোনো ইচ্ছা বা পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট একটি রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছে কেন অধ্যাপক ইউনূসকেজাতীয় সংস্কারকঘোষণা করা হবে না। তবে সরকার স্পষ্টভাবে জানাচ্ছে, বিষয়ে তার কোনো পরিকল্পনা নেই এবং রুলের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে জবাব দেবে।

বিবৃতিতে আরও জানানো হয়, রিট আবেদনটি ব্যক্তিগতভাবে দাখিল করা হয়েছে এবং এতে কী যুক্তিতে এমন দাবি তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দেখভাল করবে।

এদিকে হাইকোর্ট একই রুলে জুলাই আন্দোলনের শহীদদেরজাতীয় বীরঘোষণা না করার কারণ জানতে চেয়েও রুল জারি করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়