
ছবি সংগৃহীত
গাজায় ইসরায়েলের নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ২৬ জনে পৌঁছেছে। রোববার ১১২টি পানি সরবরাহ কেন্দ্রে বিমান হামলা চালিয়ে ৭০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস হয়েছে ৭২০টি পানির কূপ, ফলে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়েছেন সাড়ে ১২ লাখ মানুষ।
গাজার সরকারি গণমাধ্যম জানায়, এই ‘তৃষ্ণার্ত যুদ্ধ’ আন্তর্জাতিক মানবাধিকার ও জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন। জ্বালানি প্রবেশে বাধা দেওয়ায় পানির কূপ, পয়ঃনিষ্কাশন ও আবর্জনা ব্যবস্থাও অচল হয়ে পড়েছে।
গত ৯ মার্চ দেইর এল-বালাহ এলাকার পানি শোধনাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েল, এতে সংকট আরও তীব্র হয়।
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে দোহায় আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই সপ্তাহেই যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। আলোচনায় ৬০ দিনের বিরতি, ১০ জীবিত জিম্মি ও ১৮ বন্দির মরদেহ ফেরত দেওয়ার বিষয় রয়েছে। তবে ইসলামিক জিহাদের উপনেতা জানিয়েছেন, ইসরায়েল এখনো মূল শর্ত মানতে নারাজ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫২০। ধ্বংসস্তূপে চাপা পড়ে আরও বহু মরদেহ উদ্ধার হয়েছে।