
ছবি সংগৃহীত
গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক আঞ্চলিক সম্মেলনে এ ঘোষণা দেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস। — শাফাক নিউজ।
চুক্তির আওতায় গাজায় প্রতিদিন খাদ্য ও জরুরি পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়ানো, অতিরিক্ত সীমান্ত ক্রসিং পুনরায় চালু এবং জর্ডান-মিশর হয়ে সহায়তা প্রবেশের পথ সক্রিয় করা হবে। সহায়তা যেন হামাসের হাতে না পড়ে, সে লক্ষ্যে নজরদারিও জোরদার করা হবে বলে জানিয়েছে ইইউ।
এর আগে গাজার মানবিক সংকট মোকাবিলায় ইসরায়েলের ওপর চাপ বাড়াতে বিকল্প কৌশল নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালায় ইইউ। প্রয়োজনে বাণিজ্যিক সুবিধা স্থগিত, অস্ত্র নিষেধাজ্ঞা, গবেষণা তহবিল থেকে বাদ দেওয়া এবং ইসরায়েলি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার সুপারিশও করা হয়।
ইইউ জানিয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান ২০০০ সালের ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির মানবাধিকার শর্ত লঙ্ঘন করেছে।
গাজার ক্রমাবনত মানবিক পরিস্থিতিতে এ চুক্তিকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন।