
ছবি সংগৃহীত
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এ ঘটনার দায় বিএনপি ও সরকার উভয়কেই বহন করতে হবে।
শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “চকবাজারের বর্বরতা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। বিএনপির সন্ত্রাসীদের হাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”
তিনি অভিযোগ করেন, “সারাদেশে যেসব চাঁদাবাজি ও খুন-খারাবি হচ্ছে, তার পেছনে বিএনপির নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্র জড়িত। তাদের নিয়ন্ত্রণহীন আচরণই প্রমাণ করে দলটি আবারও সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনতে চায়।”
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বিএনপির অপরাধীদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা না নেওয়ায় জাতিকে এ বর্বরতা দেখতে হলো।”
তিনি দ্রুত বিচার ও চিরুনি অভিযান চালানোর দাবি জানিয়ে বলেন, “জুলাইয়ের জনতা এখনো জাগ্রত আছে। সরকার নিশ্চুপ থাকলে জনতাই নতুন সিদ্ধান্ত নেবে।”
এ ঘটনায় ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলন ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।