শনিবার ১২ জুলাই ২০২৫, আষাঢ় ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মিটফোর্ড ঘটনায় যা বললেন জামায়াত আমির

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৩:০৩, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ড ঘটনায় যা বললেন জামায়াত আমির

ছবি সংগৃহীত

মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে গভীর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১১ জুলাই) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বিদেশে অবস্থানরত অবস্থায় এই খবর পেয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি।

তিনি লেখেন, “একজন সাধারণ ব্যবসায়ীকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শত শত মানুষের সামনে এভাবে হত্যা—এ কোন যুগ, কোন সমাজ?”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সোহাগ ভাই, তোমার এই পরিণতির আগে আমরা প্রতিরোধ গড়তে পারিনি—এ জন্য আমরা লজ্জিত।”

সমাজকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, “জেগে উঠো! আজ চুপ থাকলে কাল বড় বিপদে একা পরবে। ভয় উপেক্ষা করে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।”

উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়