
ছবি সংগৃহীত
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মেয়েরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। অর্থাৎ, এ বছর জিপিএ-৫ প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে একটি ব্যতিক্রম রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় ছাত্ররাই জিপিএ-৫ পেয়েছে বেশি। মোট ৯ হাজার ৬৬ জনের মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৪ হাজার ১৭৯ জন জিপিএ-৫ পেয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন।
এ ছাড়া এসএসসি ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন, যার মধ্যে ছাত্র ২ হাজার ২৯১ জন এবং ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। এ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও, ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সার্বিক তথ্য উপস্থাপন করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
ফলাফল সংগ্রহের জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফল প্রকাশ করা হবে না।
ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। আবেদন পদ্ধতি জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তি থেকে।
গত ১০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। পরীক্ষার সময়সীমা শেষে মাত্র দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করল বোর্ডগুলো।