শুক্রবার ১১ জুলাই ২০২৫, আষাঢ় ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১০ জুলাই ২০২৫

এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

ছবি সংগৃহীত

২০২৫ সালের এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের নেতৃত্বে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। সারসংক্ষেপ উপস্থাপন করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক . খন্দোকার এহসানুল কবির।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। মোট ফেল করেছে লাখ ৬৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জনযার মধ্যে ছাত্র লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় সারা দেশের হাজার ৭১৫টি কেন্দ্রে। পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।

বছর জিপিএ- পেয়েছে লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম। বোর্ডভিত্তিক জিপিএ- প্রাপ্তির সংখ্যা নিম্নরূপ:

  • ঢাকা: ৩৭,০৬৮

 

  • রাজশাহী: ২২,৩২৭

 

  • যশোর: ১৫,৪১০

 

  • দিনাজপুর: ১৫,০৬২

 

  • চট্টগ্রাম: ১১,৮৪৩

 

  • কুমিল্লা: ,৯০২

 

  • মাদ্রাসা: ,০৬৬

 

  • ময়মনসিংহ: ,৬৭৮

 

  • সিলেট: ,৬১৪

 

  • বরিশাল: ,১১৪

 

  • কারিগরি: ,৯৪৮

 

পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড, যেখানে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরপর রয়েছে যশোর (৭৩.৬৯%), কারিগরি (৭৩.৬৩%), চট্টগ্রাম (৭২.০৭%), সিলেট (৬৮.৫৭%) মাদ্রাসা বোর্ড (৬৮.০৯%) সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে৫৬.৩৮ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ফল প্রস্তুত করা হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে এবং মাত্র দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়