
ছবি সংগৃহীত
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় জুমার নামাজের সময় মোল্লাবাড়ি জামে মসজিদে এক ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে এ হামলা চালান বিল্লাল হোসেন (৫০)। মুসল্লিরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
আহত ইমাম আ ন ম নুরুর রহমান মাদানী (মদিনা হুজুর) বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, কানের পাশে চাপাতির কোপে ১০-১২টি সেলাই লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় জায়নামাজে লুকানো চাপাতি বের করে ইমামের ওপর হামলা চালান বিল্লাল। কিছুদিন আগে একটি খুতবাকে কেন্দ্র করে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানান স্থানীয় মুসল্লিরা।
ইমামের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে। চাঁদপুর মডেল থানার ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।