
ছবি সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ঢাকার মিসর দূতাবাস। আজ (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, ভিসা প্রদানে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই।
এক জাতীয় দৈনিকে প্রকাশিত “উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে দূতাবাস বলেছে, এতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
দূতাবাস সকল আবেদনকারী ও ভ্রমণকারীদের সরকারি সূত্র থেকে সঠিক তথ্য নিতে এবং যেকোনো জিজ্ঞাসায় কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।