
ছবি সংগৃহীত
আগামী আগস্ট মাসের জন্য কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এলএনজি আমদানি অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
আজ (মঙ্গলবার) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এলএনজি কেনা হচ্ছে। আগামী ৪-৫ আগস্টের মধ্যে ৩৩তম কার্গো সরবরাহ করবে কাতার।
পেট্রোবাংলার মাস্টার চুক্তি অনুসারে আমদানিকৃত এলএনজি প্রতি এমএমবিটিইউ ১৩.২৪ মার্কিন ডলার দরে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ।
এ আমদানির ফলে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।