
ছবি সংগৃহীত
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। একই রিটে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে নির্দেশনাও চাওয়া হয়েছে।
রবিবার রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হয়, শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় টিটন গাজীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আরও কয়েকজনের মধ্যে রয়েছেন মিটফোর্ড হাসপাতালের কর্মচারী, অ্যাম্বুলেন্স চালক এবং ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতা। সংগঠনগুলো এদের আজীবন বহিষ্কার করেছে।
নিহত সোহাগ ভাঙারির ব্যবসায়ী ছিলেন এবং একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরগুনায়। স্ত্রী-সন্তানসহ পরিবারে চলছে শোকের ছায়া।
এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন, অজ্ঞাত ১৫–২০ জনকেও আসামি করা হয়েছে।