মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, আষাঢ় ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১৪ জুলাই ২০২৫

সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের

ছবি সংগৃহীত

দেশে সংস্কারের নামেসার্কাসচলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, প্রকৃত সংস্কার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও সরকার একতরফাভাবে তা বাস্তবায়ন করছে, যেখানে দেশের ৫০ শতাংশ জনগণকে উপেক্ষা করা হয়েছে।

সোমবার রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় তিনি কথা বলেন।

জি এম কাদের বলেন, মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার লুটপাটে ব্যবহৃত মব দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, জাতীয় পার্টি আগে সংসদে জনগণের পক্ষে কথা বললেও সরকারপ্রভাবিত হয়ে অনেক সময় উল্টো অবস্থান নিতে হয়েছে। ২০১৪-২০২৪ মেয়াদে দলটি এক প্রকার "সার্কাস পার্টি"তে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনে দলটির অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি জানান, রংপুরে জাতীয় পার্টির দুই কর্মী নিহত হয়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, মেয়রকেও হেনস্তা করা হয়েছে।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে ছিল এবং থাকবে। প্রতিষ্ঠাতা এরশাদের আদর্শ নিয়েই জনগণের সেবা করতে চায় দলটি।

অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীরসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে এরশাদের কবর জিয়ারত শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়