সোমবার ২১ জুলাই ২০২৫, শ্রাবণ ৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকবে না: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২১ জুলাই ২০২৫

জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকবে না: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক--আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যেশ্রেণিতে ৯০৮ জন, ‘শ্রেণিতে জন এবংশ্রেণিতে আছেন ১০ হাজার ৬৪২ জন।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। তবে চাকরির কোটা বা ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নেই।

মুক্তিযোদ্ধাদের সমান সুবিধা দেওয়া হবে কি না প্রশ্নে উপদেষ্টা বলেন, “মুক্তিযোদ্ধারা মহান। তাদের প্রসঙ্গ এখানে আনা ঠিক নয়।

২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। বাকি ২০ লাখ টাকার এককালীন অনুদান চলতি অর্থবছরেই দেওয়া হবে। পর্যন্ত জুলাই যোদ্ধাদের ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়