রোববার ২০ জুলাই ২০২৫, শ্রাবণ ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভিয়েতনামে নৌকাডুবি: শিশুসহ ৩৪ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২০ জুলাই ২০২৫

ভিয়েতনামে নৌকাডুবি: শিশুসহ ৩৪ পর্যটকের মৃত্যু

ছবি সংগৃহীত

ভিয়েতনামের হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড় শিলাবৃষ্টির মধ্যে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শনিবার বিকেলে ৫৩ আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অধিকাংশই হ্যানয় থেকে আসা পরিবার, যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সীমান্ত রক্ষীরা জানান, উদ্ধার অভিযান রাতেও চলবে। এখনও নিখোঁজ অন্তত জন।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে হঠাৎ ঝড় শুরু হয়, সঙ্গে শিলাবৃষ্টি বজ্রপাত। এক ১০ বছর বয়সী বালক জানান, তিনি সাঁতরে একটি ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং সেনা সদস্যদের নৌকা তাকে উদ্ধার করে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, বজ্রঝড়টি ট্রপিকাল স্টর্ম উইফার সঙ্গে সম্পর্কিত নয়। তিন দিন ধরে তীব্র গরম চলছিল, কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে।

উল্লেখ্য, হা লং বে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

সূত্র: বিবিসি, গালফ নিউজ, ভিএনএক্সপ্রেস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়