সোমবার ২১ জুলাই ২০২৫, শ্রাবণ ৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মুস্তাফিজের জাদুতে দাপুটে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ২১ জুলাই ২০২৫

মুস্তাফিজের জাদুতে দাপুটে জয় বাংলাদেশের

ছবি সংগৃহীত

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক প্রমাণ করেন টাইগার বোলাররা।

ওভারে মাত্র রান দিয়ে উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার মুস্তাফিজ গড়েছেন আন্তর্জাতিক টি২০-তে বাংলাদেশের সেরা ইকোনমি রেটের রেকর্ড। তার সঙ্গে তাসকিন নেন উইকেট, শেখ মেহেদি ১টি, এবং ৩টি রানআউটে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।

জবাবে বাংলাদেশও শুরুতে চাপে পড়ে রানে উইকেট হারিয়ে। তবে পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয়ের ৭৩ রানের জুটি দলকে জয়ের পথে ফিরিয়ে আনে। হৃদয় ৩৬ রান করে আউট হলেও ইমন ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন এবং হন ম্যাচসেরা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। তবে বাংলাদেশি বোলিং আক্রমণের সামনে তারা ব্যর্থ।

ভেজা ট্রিকি কন্ডিশনে বোলিং, ব্যাটিং ফিল্ডিংসব বিভাগেই দাপট দেখায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আত্মবিশ্বাস নিয়েই মিরপুরে ফিরেছে লিটনরা, এবং শুরুটা করেছে রাজসিক এক জয় দিয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়