
ছবি সংগৃহীত
নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় শুরু হবে এ লড়াই।
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ, ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। আজ ড্র করলেই চ্যাম্পিয়ন হবে আফঈদা-স্বপ্নারা, আর নেপালকে জিততেই হবে শিরোপা জয়ের জন্য।
গোলসংখ্যায় এগিয়ে নেপাল (৩০ গোল), বাংলাদেশ করেছে ২৪। তবে নেপালের একমাত্র হার এই বাংলাদেশের কাছেই।
প্রথম দেখায় নেপালকে হারানোর পর পরবর্তী ম্যাচগুলোতে রিজার্ভ খেলোয়াড়দের পরখ করেছেন কোচ পিটার বাটলার। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি পূর্ণ শক্তির দলই নামাবেন—এটাই প্রত্যাশিত।
দলের ম্যানেজার মাহমুদা আক্তার বলেন, নেপাল-বাংলাদেশ মানেই উত্তেজনাপূর্ণ ম্যাচ। দেশবাসীর দোয়া চাই, যেন শিরোপা জিতে শেষ হাসিটা হাসতে পারি।
বৃষ্টির কারণে কিছু ম্যাচ বসুন্ধরার অনুশীলন মাঠে হলেও আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়। কয়েক দিনের প্রস্তুতিতে মাঠ খেলার উপযোগী করা হয়েছে।
এক পয়েন্ট দূরত্বে থাকা শিরোপা জয়ের লক্ষ্যে উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা আজ মাঠে নামছে আত্মবিশ্বাস নিয়ে।