
ছবি সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম জাতীয় সমাবেশের সূচনা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর। এতে সাইমুম শিল্পীগোষ্ঠীসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে।
সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। এতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ভরে যায় জনসমাগমে।
জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, শহীদদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।