
ছবি সংগৃহীত
চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং অঞ্চলের নিংচি শহরে ব্রহ্মপুত্র নদে (চীনে যার নাম ইয়ারলুং জ্যাংবো) একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
মেইনলিং এলাকায় নির্মাণাধীন এই প্রকল্পে পাঁচটি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। এর প্রাক্কলিত ব্যয় প্রায় ১৬,৭৮০ কোটি ডলার, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধে পরিণত করবে।
প্রকল্পটি সিজাংসহ অন্যান্য প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই বাঁধ ভারত ও বাংলাদেশের পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্যে বড় প্রভাব ফেলতে পারে। ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু একে "ভারতের জন্য বোমার মতো ভয়ংকর" বলে মন্তব্য করেছেন।