
ছবি সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, শিল্প, কৃষি ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে আগ্রহী পাঞ্জাব সরকার।
শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাণিজ্য, কৃষি, পোশাক খাত ও ক্ষুদ্রঋণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মরিয়ম বলেন, পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে এবং ভবিষ্যতে চিকিৎসা সরঞ্জাম ও অস্ত্রোপচার সরঞ্জামও সরবরাহ করতে পারে।
তিনি ভিসা প্রক্রিয়া সহজ করায় বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান এবং লাহোর-ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠারও সমর্থন দেন।
মরিয়ম জানান, পাঞ্জাব বাংলাদেশের ‘ভিশন-২০৩০: প্রথম নারী’ শীর্ষক সম্মেলনে অংশ নিতে আগ্রহী। এ সময় হাইকমিশনার তাঁর কল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন।