শনিবার ১৯ জুলাই ২০২৫, শ্রাবণ ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে আগ্রহী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে আগ্রহী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

ছবি সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, শিল্প, কৃষি ডিজিটাল দক্ষতা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে আগ্রহী পাঞ্জাব সরকার।

শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে তিনি আগ্রহের কথা জানান। বৈঠকে বাণিজ্য, কৃষি, পোশাক খাত ক্ষুদ্রঋণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মরিয়ম বলেন, পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে এবং ভবিষ্যতে চিকিৎসা সরঞ্জাম অস্ত্রোপচার সরঞ্জামও সরবরাহ করতে পারে।

তিনি ভিসা প্রক্রিয়া সহজ করায় বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান এবং লাহোর-ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠারও সমর্থন দেন।

মরিয়ম জানান, পাঞ্জাব বাংলাদেশেরভিশন-২০৩০: প্রথম নারীশীর্ষক সম্মেলনে অংশ নিতে আগ্রহী। সময় হাইকমিশনার তাঁর কল্যাণমূলক উদ্যোগ উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়