বুধবার ২৩ জুলাই ২০২৫, শ্রাবণ ৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উত্তরায় বিমান দুর্ঘটনা: পাইলটসহ প্রাণ গেল ২০ জনের

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা: পাইলটসহ প্রাণ গেল ২০ জনের

ছবি সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি- বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত ১৭১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম।

আইএসপিআরের তথ্যমতে, বিমানটি গতকাল সোমবার দুপুর ১টা মিনিটে কুর্মিটোলার কে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা এড়াতে পাইলট তৌকির বিমানটিকে জনবিরল স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন। তবে মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে, সেটি স্কুল ভবনে আছড়ে পড়ে।

আহতদের দ্রুত সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম মাত্র ছয় মাস আগে বিয়ে করেন। তাঁর স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর পরিবার রাজশাহীতে বসবাস করে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়