বুধবার ২৩ জুলাই ২০২৫, শ্রাবণ ৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২৩ জুলাই ২০২৫

নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায়। এতে আহত হয়েছেন আরও দুইজন।

নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক রুবেল হোসেনের (৩২) পরিচয় পাওয়া গেছে, তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনা-পরবর্তী যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়