
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার জেরে জারি করা গোপালগঞ্জের কারফিউ আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা এবং পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়, যা দুই দফায় বাড়ানো হয়। এর মধ্যে একবার তিন ঘণ্টার জন্য ও পরে আজ ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলো।