
ছবি সংগৃহীত
ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ আবু সাঈদ (৫২)।
শুক্রবার রাত ৩টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মডেল মসজিদসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চা-পানের বিরতিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বহনকারী বাসে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ সময় আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. কামাল হোসেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শেখ আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী ছিলেন। তাঁর বাড়ি দাকোপ থানার গৌরকাঠি গ্রামে। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।