শনিবার ২৬ জুলাই ২০২৫, শ্রাবণ ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মাইলস্টোনের দগ্ধ শিক্ষার্থী মাহতাব মারা গেছে

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ১৬:০৬, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোনের দগ্ধ শিক্ষার্থী মাহতাব মারা গেছে

মাহতাব উদ্দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব উদ্দিন (১৪) মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল, যা তাকে সংকটাপন্ন করে তোলে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

মাহতাবের বাবার নাম মিনহাজুর রহমান ভুইয়া, তিনি গ্রেটওয়াল সিরামিকের এজিএম হিসেবে কর্মরত।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় এখনও ৫৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়