
ছবি সংগৃহীত
রাশিয়ার আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্যটি জানায় বিবিসি।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ জানায়, একটি হেলিকপ্টার থেকে বিধ্বস্ত উড়োজাহাজের পোড়া ফিউসেলাজ শনাক্ত করা হয়েছে।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানান, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু ছিল।
এর আগে বিমানটি নিখোঁজ হওয়ার খবর দেয় রয়টার্স। জানানো হয়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনসের বিমানটি চীন সীমান্তবর্তী টিন্ডা শহরে পৌঁছানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় অনুসন্ধান অভিযান, যা শেষ হয় ভয়াবহ পরিণতিতে।