শনিবার ২৬ জুলাই ২০২৫, শ্রাবণ ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে শনাক্ত ৫ মরদেহের পরিচয়

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে শনাক্ত ৫ মরদেহের পরিচয়

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব। বৃহস্পতিবার বিকেলে তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, ২২ জুলাই ঢাকার সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ দেহাংশ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে পাঁচটি নারীর ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়। দাবিদার পরিবারের সদস্যদের ডিএনএ মিলিয়ে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে।

পরিচয় পাওয়া পাঁচজন হলেন:

. ওকিয়া ফেরদৌস নিধিবাবা মো. ফারুক হোসেন মা সালমা আক্তার।

. লামিয়া আক্তার সোনিয়াবাবা মো. বাবুল মা মাজেদা।

. আফসানা আক্তার প্রিয়াবাবা মো. আব্বাস উদ্দিন মা মোসা. মিনু আক্তার।

. রাইসা মনিবাবা মো. শাহাবুল শেখ মা মিম।

. মারিয়াম উম্মে আফিয়াবাবা আব্দুল কাদির মা উম্মে তামিমা আক্তার।

ঘটনায় এখনো বেশ কিছু মরদেহ অশনাক্ত অবস্থায় রয়েছে, যেগুলোর ডিএনএ বিশ্লেষণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়