
ছবি সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর আজ রোববারও প্রতিষ্ঠানটি খোলা হচ্ছে না। দিয়াবাড়ীর মূল ক্যাম্পাসসহ পাঁচটি ক্যাম্পাসই সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে জানানো হয়েছিল, রোববার দিয়াবাড়ী ছাড়া অন্য চারটি ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। তবে শনিবার বিকেলে পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে আমরা মানসিক অবস্থার মূল্যায়ন করছি। এরপরই ঠিক করব, কখন শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো যাবে।”
কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, দুর্ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ অভিজ্ঞতায় অনেক শিক্ষার্থী এখনও আতঙ্কে আছে। বারবার দুর্ঘটনার দৃশ্য চোখে ভেসে উঠছে, পড়ালেখায় মন বসাতে পারছে না।
বৃহস্পতিবার পর্যন্ত সব ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। রোববার খোলার কথা থাকলেও শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি বিবেচনায় আরও একদিন ছুটি বাড়ানো হয়েছে। ক্লাস মঙ্গলবার থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।