রোববার ২৭ জুলাই ২০২৫, শ্রাবণ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

ছবি সংগৃহীত

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন চীনা বিনিয়োগকারীরা। ২১ জুলাই সাংহাই গুয়াংজৌয়ে অনুষ্ঠিত কয়েকটি বৈঠকে তারা আগ্রহ জানান বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

বিডা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনের দুই শহরে ২৫টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ইলেকট্রনিকস খাতে বিনিয়োগ সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিডা চেয়ারম্যান বলেন, চীনা কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণ আগ্রহ আশাব্যঞ্জক। মুদ্রা স্থিতিশীলতা বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।

সফরে বেসরকারি খাতের কয়েকটি আন্তর্জাতিক ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেন। একইসঙ্গে পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় খোলার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়