রোববার ২৭ জুলাই ২০২৫, শ্রাবণ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৪টি দলের সঙ্গে বৈঠক

নির্বাচনের তারিখ ঘোষণা ‘কয়েক দিনের মধ্যে’: প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৭ জুলাই ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণা ‘কয়েক দিনের মধ্যে’: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল জোটের সঙ্গে এক বৈঠকে তিনি কথা জানান। উপস্থিত নেতাদের মতে, ‘কয়েক দিনবলতে তিনি চার-পাঁচ দিনের কথা বলেছেন।

জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বৈঠক শেষে বলেন, দেশে চলমান অস্থিরতা নিরসনে নির্বাচনই একমাত্র পথএমন মত প্রকাশের পর প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে, দ্রুতই সময় ঘোষণা আসছে।

বৈঠকে উপস্থিত একাধিক রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন, নির্বাচনের রোডম্যাপ তৈরি হয়ে গেছে এবং নির্ধারিত সময় ঘোষণা করবেন অল্প সময়ের মধ্যেই। তবে প্রধান উপদেষ্টার দপ্তর বা প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিনের বৈঠকে গোপালগঞ্জের সহিংসতা, বিমান দুর্ঘটনা এবং সচিবালয়ে সাম্প্রতিক ঘটনার মতো বিষয়গুলোও আলোচনা হয়। আলোচনায় . ইউনূস বলেন, গোয়েন্দা সংস্থার তথ্য ঘাটতি প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে কিছু বাধা রয়ে গেছে। এসব মোকাবিলায় রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলামের নেতারাও সাক্ষাৎ করেন। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার এবং জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি নিয়ে আলোচনা হয়।

. ইউনূস বৈঠকে বলেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হলেই নানা ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার সুযোগ এবার আর থাকবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়