
ছবি সংগৃহীত
গোপালগঞ্জের ঘটনায় ফের উত্তপ্ত বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, “জুলাই গণঅভ্যুত্থানের পতাকা গোপালগঞ্জের প্রতিটি ঘরে উড়বে।”
তিনি বলেন, “আমরা আবার গোপালগঞ্জে যাব, জীবিত থাকলে প্রতিটি উপজেলায় কর্মসূচি করব।”
নাহিদ দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে “মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা” চালিয়েছে।
পোস্টে তিনি আরও বলেন, “আমরা চারজনের মৃত্যুর খবর পেয়েছি, কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না।”
ঘটনার দায় সরকার ও প্রশাসনের উল্লেখ করে তিনি তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানান।