
ছবি সংগৃহীত
কলম্বোতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টি২০ সিরিজ জিতল টাইগাররা।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সঙ্গ দেন তাওহিদ হৃদয়, ২৭ রানে অপরাজিত।
বল হাতে আলো ছড়িয়েছেন শেখ মেহেদি হাসান, ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং ভেঙে দেন। শরিফুল, তানজিম, মুস্তাফিজ ও শামীম ১টি করে উইকেট নেন।
প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ ম্যাচে অলআউট ক্রিকেট খেলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে লিটনরা।
এই জয় বিদেশের মাটিতে লিটনের নেতৃত্বে দ্বিতীয় সিরিজ জয়, যা টাইগারদের আত্মবিশ্বাসে বড় রকমের জ্বালানি জোগাবে